চীনের হুঝৌ বিশ্ববিদ্যালয়ে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত
উত্তম কুমার রায়ঃ চীনের হুঝৌ বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশী শিক্ষার্থীরা নানা কর্মসূচীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে। এরই লক্ষ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একটি অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করে। একুশে ফেব্রুয়ারির দিন সকালে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' গানের মধ্য দিয়ে শহীদ মিনারে পুষ্পার্পণ, সেইসাথে দেয়ালিকা লেখার আয়োজন করে শিক্ষার্থীরা।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাকিব হাসান, মোস্তাক আহমেদ নিশাত, মিস জেবি, শামীম, ফারহান, জোহান এবং উত্তম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাইনিজ ভাষা শিক্ষা বিভাগ থেকে মিস্টার গাও এবং আন্তর্জাতিক রিলেশন অফিস থেকে মোহাম্মদ রায়হান।
রাত জেগে অস্থায়ী শহীদ মিনারটি তৈরিতে সাহায্য করেন জাকির, নিশাত, আফিফ, ফারহান, লাবণী, জাহাঙ্গীর এবং আরো অনেকে। দেয়ালিকা লেখা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন নোমান, শুভ, মেহদী, জোহান, নাইম, সঞ্জয় এবং আরো অনেকে।
অনুষ্ঠানে আলোচনা পর্যায়ে ভাষা শহীদদের মহান আত্মত্যাগ, জাতীয় জীবনে একুশে ফেব্রুয়ারির গুরুত্ব, বিশ্ব নাগরিক হিসেবে গড়ে উঠার ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্বের বিভিন্ন দিক ফুটে আসে।
'সালাম সালাম হাজার সালাম' গানটি সমবেতভাবে গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়।
প্রতিবেদক
মাস্টার্স শিক্ষার্থী
ইকমার্স টেকনোলজি,
হুঝৌ বিশ্ববিদ্যালয়, ঝেজিয়াং, চায়না
BCYSA/ মাসুম বিল্লাহ
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।