পি ইউ আমন্ত্রণপত্রের মাধ্যমে কারা চীনে প্রবেশাধিকার পাবেন
ফারহানা শুচিঃ বিশ্বব্যাপী মহামারিকালীন সময়ে প্রণীত নতুন নীতি অনুযায়ী পি ইউ পত্র হল চীন বিদেশ
বিষয়ক অফিস দ্বারা জারি করা একটি আমন্ত্রণপত্র, যার সাহায্যে বিদেশীরা একটি নতুন ভিসার জন্য আবেদন করতে
পারবেন এবং চীনে প্রবেশাধিকার পাবেন। তবে এটি সবার জন্য প্রযোজ্য নয়। বিশ্বব্যাপী
মহামারীর অবস্থা খারাপ হওয়ার সাথে সাথে মহামারীর প্রভাব ঠেকাতে চীনা সরকার
বিদেশিদের ক্ষেত্রে চীনে প্রবেশ নীতিগুলি আরও কঠোর করেছেন। কেবলমাত্র নিম্নলিখিত
ব্যক্তিরাই পি ইউ পত্রের মাধ্যমে চীনে প্রবেশাধিকার পাবেনঃ
১। বৃহৎ সংস্থাগুলির গুরুত্বপূর্ণ কর্মী।
২। ক্ষুদ্র বা মাঝারি আকারের সংস্থাগুলির মূল পরিচালন
কর্মী,
যেমন- প্রতিনিধি কিংবা সিইও ইত্যাদি।
৩। সিনিয়র প্রযুক্তি বিশেষজ্ঞ এবং অন্যান্য উচ্চ
পর্যায়ের প্রতিভাবান ব্যক্তি, যাদের চীনের আর্থসামাজিক অবস্থার উপর অগ্রণী ভূমিকা রয়েছে।
যে ভাবে পি ইউ পত্রের জন্য আবেদন করতে হবেঃ
· কেবলমাত্র সংস্থাগুলিই তাদের বিদেশী কর্মচারীদের জন্য পি ইউ পত্রের জন্য আবেদন করতে পারবেন। ব্যক্তি বা কোনো এজেন্ট পি ইউ পত্রের জন্য আবেদন করতে পারবেন না।
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।