চীনা দূতাবাসের পক্ষ থেকে কক্সবাজারের স্থানীয়দের সহায়তা প্রদান
BCYSA NEWS: গত ৫ ই জানুয়ারী, বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং রোহিঙ্গাদের আশ্রয় দানকারী কক্সবাজারের স্থানীয় জনগোষ্ঠীদেরকে সহায়তার জন্য বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) এর কাছে ৫০ লক্ষ টাকার মানবিক অনুদান হস্তান্তর করেন। বিডিআরসিএস এর সম্মানিত মহাসচিব জনাব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন প্রতিষ্ঠানটির পক্ষ থেকে অনুদানটি গ্রহণ করেন।
কক্সবাজার এলাকার স্থানীয় মানুষের দুর্দশার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত লি বলেন, "করোনা মহামারী স্থানীয় জনগণের সাধারণ কাজকর্ম ও দৈনন্দিন জীবনে মারাত্মক প্রভাব ফেলেছে এবং শীতকালে ক্রমহ্রাসমান তাপমাত্রা জনগণের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে। কক্সবাজার লক্ষ লক্ষ রোহিঙ্গাকে উদারভাবে গ্রহণ করেছে এবং প্রচন্ড অর্থনৈতিক, সামাজিক ও পরিবেশগত চাপের মধ্যে রয়েছে।" এছাড়াও কক্সবাজারের স্থানীয় জনগণের পরিস্থিতি নিরসনে চীন তার সক্ষমতা অনুযায়ী সহায়তা সরবরাহ করতে রাজি এবং রোহিঙ্গা ইস্যু মীমাংসার প্রচারে সক্রিয় ভূমিকা অব্যাহত রাখবে বলে তিনি উল্লেখ করেন।
মোঃ ফিরোজ সালাহ উদ্দিন রোহিঙ্গা ইস্যু মীমাংসার প্রচারে চীনের সক্রিয় ভূমিকার প্রশংসা করে চীনকে এর জন্য ধন্যবাদ জানান। এছাড়া তিনি স্থানীয় লোকজনের উপকারে চীনের অনুদানের সদ্ব্যবহার করার প্রতিশ্রুতি দেন।
প্রতিবেদকঃ মাসুম বিল্লাহ
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/ মাসুম বিল্লাহ
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।