চীনের হুঝৌ বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস
মোঃ আহসান শামিমঃ চীনের ঝেজিয়াং প্রদেশের হুঝৌ বিশ্ববিদ্যালয় প্রতিবছরের
ন্যায় পালন করলো মহান বিজয় দিবস। বিশ্বব্যাপী করোনা মহামারির কারণে অসংখ্য বাংলাদেশি
শিক্ষার্থী চীনের বাইরে থাকা স্বত্বেও, ক্যাম্পাসে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের
প্রচেষ্টায় সফল হয় অনুষ্ঠানটি।
এইচ. এম. জাকির হোসেন (মাস্টার্স প্রথম বর্ষ), রায়হান (মাস্টার্স ২য়
বর্ষ) এবং নিশাত (ব্যাচেলর শেষ বর্ষ) অনুষ্ঠানটির তত্ত্বাবধায়নে ছিলেন।
অনুষ্ঠানে শুরুতে সম্মিলিতভাবে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপরে সবাই মিলে কেক কেটে উদযাপন করেন। সবশেষে প্রীতি ভোজের ব্যবস্থা করা হয়।
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/
ইফতে খাইরুল হক ইমন
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য হতে ক্লিক করুন এখানে
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।