চীনা উইকিমিডিয়ানদের বিজয়ের শুভেচ্ছাবার্তা
আবু সাঈদ, চাংশা, হুনান, চীনঃ লাখো প্রাণের ত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের
স্বাধীনতা। দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে
বাংলাদেশ নামে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়। তবে আমাদের এই বিজয়ের মূলে
রয়েছে লাখ শহীদের বুকের তাজা রক্ত আর অগণিত মানুষের সীমাহীন ত্যাগ। তাই বিজয়ের এই দিনে
তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, ঐতিহ্য এবং সংস্কৃতি চীনাদের কাছে
তুলে ধরার লক্ষে ২০১৮ সালের অক্টোবর মাসে চাংশা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে
যাত্রা শুরু করে হুনান উইকিমিডিয়া। যার মাধ্যমে বিজয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
সহ এরকম জাতীয় দিবস সমূহে আমরা চীনাদের সাথে অনলাইন এবং অফলাইন কার্যক্রমের মাধ্যমে
উভয় দেশের সাংস্কৃতিক বিনিময় শুরু করি। কিন্তু করোনা মহামারীর পর থেকে আমাদের সকল অফলাইন
কার্যক্রম বন্ধ হয়ে যায়। তবে বাংলাদেশ এবং চীন সম্পর্কিত নিবন্ধ নিয়ে উভয় সম্প্রদায়
কাজ করে যাচ্ছে।
এবারের বিজয় দিবসে জাতি করোনার এক সংকটময় মুহূর্ত অতিক্রম করছে। এই ক্রান্তিকালে
দেশবাসীর জন্য শান্তি, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করছি এবং হুনান উইকিমিডিয়ানদের
পক্ষ থেকে দেশবাসীকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি।
চীন ভূখণ্ডের উইকিমিডিয়ান, ওয়াল্টার গ্রাসরুট সকল বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। এক ইমেইল বার্তায় তিনি জানান, “বিজয় দিবস আমাদের মনে করিয়ে দেয় যে কতটা কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা এরকম একটি চমৎকার সুযোগ অর্জন করেছি। যেখানে স্বাধীনতার জন্য আমাদের অশ্রুঝরা রক্তাক্ত যুদ্ধের মাধ্যমে লড়তে হয়েছে। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের পঞ্চাশতম বিজয় দিবস, যে দিনটিতে বাংলাদেশিরা তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দেন। চীন ভূখণ্ডের উইকিমিডিয়ান ব্যবহারকারী গ্রুপ (WMC), চীনা সম্প্রদায়ের হয়ে বীর, সাহসী এবং উচ্চাকাঙ্ক্ষী মহান এই বাংলাদেশীদের সাথে আমরাও উল্লাস করতে উৎসুক! সকল বাংলাদেশীদের বিজয় দিবসের শুভেচ্ছা!”
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইমন
BCYSA/
ইফতে খাইরুল হক ইমন
বাংলাদেশ-চীন ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সদস্য
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
[email protected]।