দুঃখের মাপ অশ্রু নয়
দুঃখের মাপ
অশ্রু নয়
শাকিল সোহাগ
হৃদয় যখন
দুমড়ে যেয়ে, রক্ত ঝরে চক্ষু বেয়ে,
তাতেই শুধু
দুঃখ বোঝ,
চোখের জলের মর্ম খোঁজ?
ভেতরটা কি
সাগর-নদী,
দেখেছ কি অদ্যাবধি,
কেঁদে কেঁদে
জানান দিবে, তবেই তুমি মরমি হবে?
হাসতে দেখলে
ভাব সুখি,
কান্নায় বেজায় দুখি;
জীবন যুদ্ধে
হেরেও হাসে মানুষ, জিতলে ভাসে অশ্রুপাতে।
মানুষ হয়েও
মন বোঝা ভাই বড়ই কঠিন আজ,
সময় নিয়ে তাই
ভাবতে হবে, যতই তোমরা হও নারাজ।
মন দিয়ে মন
বোঝ মানুষ, অশ্রু দেখে নয়,
মনের কথা
শুনে দেখ,
মনে মনে কি কয়।
শোকে পাথর
ব্যথায় কাতর, জর্জরিত মানব হৃদয়,
তাদের ব্যথা
মাপতে জেনো- দুঃখের মাপ শুধু অশ্রু নয়।
BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
[email protected]।
লেখকঃ
মাস্টার্স শিক্ষার্থী,
জিনান বিশ্ববিদ্যালয়, শানদং
BCYSA/ মাসুম বিল্লাহ