চীনের থ্রি গর্জেস ইউনির্ভাসিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে শীর্ষ পদ পেলেন বাংলাদেশীরা
BCYSA NEWS DESK: চীনের হুবেই
প্রদেশের চায়না থ্রি গর্জেস ইউনির্ভাসিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন
(আইএসএ) এর শীর্ষ ৯ পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশী শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২১জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।
এই কমিটি আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবে। কমিটিতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন জিয়াউর হক শুভ। সেক্রেটারি পদে রায়হান শাহ্, আমির সোহেল, এআর রাফি, নজরুল ইসলাম ও ভাইস সেক্রিটারি পদে আল শাহরিয়ার, সাজ্জাদ হোসেন মাসুম, জোবায়ের হোসেন ও আব্দুল মুন্নাফ মুন্না নির্বাচিত হন।

ছবিঃ নির্বাচিত কমিটি
নতুন কমিটিতে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশী আসায় খুশি
এখানকার বাংলাদেশী কমিউনিটি।
BCYSA/
Sagar Hossain
বাংলাদেশ-চীন
ইয়ুথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।