চাইনিজ ক্যালিগ্রাফি কম্পিটিশন- ২০২০
আব্দুল করিম পাটোয়ারীঃ গত বছরের নভেম্বরে সাউথওয়েস্ট পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, ছেংডু, সিচুয়ান এর চাইনিজ কর্ণার আয়োজিত "দ্য ফার্স্ট ক্যালিগ্রাফি" প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য ছিলো চাইনিজ ক্যারেক্টার সমূহের অন্তর্নিহিত অর্থ অনুধাবন করার মাধ্যমে সৌন্দর্য উপলদ্ধি করা।
প্রতিযোগীদের চাইনিজ কালচারাল 'ডবল নাইন্থ ফেস্টিভ্যাল' সম্পর্কিত কবিতা চাইনিজ ক্যারেক্টার ব্যবহার করে লিখতে হয়। সাউথওয়েস্ট পেট্রোলিয়াম
ইউনিভার্সিটি, সাংহাই জিয়াওথং ইউনিভার্সিটি, সিচুয়ান এগ্রিকালচারাল ইউনিভর্সিটি সহ বিভিন্ন
বিশ্ববিদ্যালয়ের চাইনিজ এবং বিদেশি শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় তৃতীয় স্থান এবং মোস্ট পপুলার অ্যাওয়ার্ড যথাক্রমে বাংলাদেশি শিক্ষার্থী আবুল খায়ের এবং আবদুল করিম পাটোয়ারী অর্জন করেন। এ বিষয়ে আবুল খায়েরকে তার অনুভূতি সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি জানান, "আমি অত্যন্ত আনন্দিত এ ধরনের প্রতিযোগিতার অংশ হতে পেরে। এটি একই সাথে চীনা সংস্কৃতি এবং চাইনিজ ক্যারেক্টারসমূহ সম্পর্কে অন্তর্নিহিত সৌন্দর্য, ফ্লেক্সিবিলিটি এবং বোধগম্যতা সম্পর্কে ধারণা দেয়। সর্বোপরি, বাংলাদেশ এবং চীনের সংস্কৃতির মেলবন্ধন ঘটায়।"
তিনি আরো বলেন, "সব মিলিয়ে পৃথিবী যখন এক ভয়াবহ ক্রান্তিকাল অতিক্রম করছে, তখন অল্প সময়ের জন্য হলেও এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের
মাঝে সুখস্মৃতির উদয় ঘটায়।"
সম্পাদনায়ঃ ইফতে খাইরুল হক ইম
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।