কবিতা: চাংশা 《沁园春·长沙》
চাংশা 《沁园春·长沙》
কবি: মাও সেতুং
অনুবাদ: আবু সাঈদ
শরতের শীতে একা দাঁড়িয়ে
জুৎঝি নামক দ্বীপের প্রান্তভাগে গিয়ে
শিয়াং নদী উত্তরে প্রবাহিত যেথায়।
দেখলাম পর্বতশ্রেণীতে রক্তিম আভা
সারি সারি বৃক্ষে লোহিত প্রভা।
স্বচ্ছ সুনীল শিয়াংয়ের জল
ব্যস্ত প্রতিযোগী জাহাজের দল।
ঈগল আকাশে ক্ষীপ্র হয়ে উড়ে
অগভীর জল ডিঙ্গায় মাছেরা সাঁতরে,
প্রকৃতি খুঁজে শুধু চিরায়ত রূপ।
মাঝেমাঝে আমি ভাবনায় পড়ি
কে বা চালায় এই নিয়তি-ঘড়ি?
BCYSA.ORG এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল : [email protected]।