BCYSA বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমির যাত্রা শুরু
BCYSA NEWS DESK: সম্প্রতি বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট
অ্যাসোসিয়েশন "বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমি" নামক একটি অ-বাণিজ্যিক
এবং অলাভজনক অনলাইন প্রশিক্ষণ একাডেমি চালু করতে যাচ্ছে। যেখানে সম্পূর্ণরূপে মাতৃভাষা
বাংলায় কোর্স পরিচালনা করা হবে।
ট্রেনিং একাডেমির পরিচালনায় আছেন, পরিচালক ডক্টর কিশোর কুমার বিশ্বাস (উপদেষ্টা, BCYSA এবং পরিচালক, হুয়াওয়ে গ্লোবাল ট্রেনিং সেন্টার, চীন) ও সেক্রেটারি ডাঃ মাহজাবিন তাবাসসুম (এমবিবিএস, সুঝৌ মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল এডভাইজর, সাংহাই টংটা কোম্পানি)।
চীনে অধ্যয়নত শিক্ষার্থী কিংবা পূর্বে চীনে অধ্যয়নরত ছিলেন, তারা এই প্রশিক্ষণ সেশনে অংশগ্রহন করতে পারবেন। মূলত শিক্ষার্থীদের জ্ঞানকে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে সংগঠনের এই আয়োজন। BCYSA বিশ্বাস করে, এই অনলাইন প্রশিক্ষণ একাডেমি একজন মানসম্মত একাডেমিক স্কলার, ভালো উদ্যোক্তা এবং সার্বিক দিক দিয়ে দক্ষ হওয়ার পথ আরও সহজ করে দেবে। প্রশিক্ষণের ক্ষেত্র হিসেবে থাকবে চীনা ভাষা এবং সংস্কৃতি, সাংবাদিকতা, একাডেমিক গবেষণা পদ্ধতি, গবেষণাপত্র প্রকাশের গাইড লাইন, জব হান্টিং, উদ্যোক্তা তৈরি, চীনে ব্যবসায়ের সুযোগ, ফটোগ্রাফি ইত্যাদি। সুতরাং একথা স্পষ্ট যে, প্রশিক্ষণ একাডেমি একাডেমিক এবং পেশাদার উভয়েই গুরুত্বের সাথে দেখছে।
প্রথমত BCYSA এর প্রশিক্ষণ সেশন এবং ওয়েবিনারগুলি শিক্ষার্থীদের একাডেমিক অভিজ্ঞতা বাড়াতে সহায়তা করবে, যেমন একাডেমিক অসুবিধা, গবেষণাপত্র পরিচালনা, গবেষণা নিবন্ধ প্রকাশ এবং আরও নানাবিধ একাডেমিক কার্যকলাপ।
এরপর একটি দক্ষ জনশক্তি তৈরি এবং চাকরির বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে BCYSA বিভিন্ন ক্ষেত্রে শীর্ষস্থানীয় পেশাদারদের আমন্ত্রণ জানাবে, যারা শিক্ষার্থীদের গাইড করার পাশাপাশি তাদের অভিজ্ঞতা শেয়ার করবে। উল্লেখ্য, ট্রেনিং সেশনগুলো মূলত চাইনিজ পাবলিক ছুটির দিন কিংবা দীর্ঘ হলে শীত কিংবা গ্রীষ্মকালীন ছুটিতে সম্পন্ন হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন ট্রেনিং একাডেমির ওয়েব পেইজে।

BCYSA.ORG
এর নিউজ-এ আপনিও লিখতে পারেন। গণচীনে প্রবাস জীবনে আপনার অভিজ্ঞতা, বিশ্ববিদ্যালয়
ক্যাম্পাসের খবরাখবর, আনন্দ-বেদনার গল্প, স্মৃতিচারণ, ভ্রমণ, অনুভূতি, বিশেষ
অনুষ্ঠানের প্রতিবেদন, চীন-বাংলাদেশ সম্পর্কে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর
ছবিসহ আমাদের (বাংলা অথবা ইংরেজিতে) পাঠাতে পারেন। লেখা পাঠানোর ইমেইল :
[email protected]।